কিছুই ছিল না আজও কিছু নেই,
তবুও কেন বিষণ্ণ মন
সারাটি দিনের শেষে
কেন খালি খালি মন।


চোখের মাঝে ক্লান্তির ছোঁয়া
শরীরে নিত্য অজানা ব্যথার অনুভব
এক কদমও এগোতে অপারগ
সামনে এগোনোর রাস্তায় বিশাল বাধা।


বিষণ্ণ হাতখানি আর চিন্তাধারাগুলোরও
সব কিছুই কেমন যেন অচেনা অচেনা
দু ছত্র লিখবো ভাবছি
কিন্তু বিদ্রোহে সামিল মন।


কত ঐশ্বর্য আশেপাশে আর রংধনুর মেলা
তবুও কেন বিষণ্ণ মন
মনের কোণে জমে একাকীত্বের পাহাড়।