যখন শ্রাবণের বর্ষা ঝরে ঝরঝরে
মেঘলা হাওয়া ছুটে বেড়ায় মুক্ত গগনে  
ঝিলের মাঝে উঁকি দেয় শাপলাদের দল
সেক্ষণে কে যেন উঁকি দেয় মনের দরজায়।  


গ্রীষ্মের খাঁখাঁ উদাসে আছন্ন পরিশান্ত দুপুরে  
একাকী হেঁটে যায় পথিক পোটলি কাঁধে বেঁধে
গাড়োয়ানের সুরের তালে তাল মিলিয়ে
গরুগাড়ি হনহনে এগিয়ে যায় সামনে  
পথের দুধারে ধুলোর আস্তরণ মেলে
উদাস নয়নে চেয়ে দেখি সেদিকে  
মিলিয়ে যাওয়া শেষ পদচিহ্নের দিকে
সেক্ষণে শুধু তোমাকে মনে পড়ে!


যখন হিমেল বাতাস আবেশিত হয় মাদকের ছোঁয়ায়  
কুয়াশার চাদর ঢেকে দেয় বধূর লজ্জা
কলসি হাতে লালপেড়ে বস্ত্রে লাজুক
সদ্য স্নান করা রমণী হেঁটে চলে খালিপায়ে  
সেক্ষণে শুধু তোমাকে মনে পড়ে!


যখন রবিমামা সদ্য জাগে পুবের আকাশে
কূজনে মাতে পাখিদের দল
পাগল হৃদয় উত্তাল হয় কারো খোঁজে
দেওয়ালের কোণে বাঁধানো ছবিখানি
অশান্ত মনে শীতলতার ছোঁয়া আনে
সেক্ষণে শুধু তোমাকে মনে পড়ে!