সেদিনও দেখেছিলাম তোমায়
ইতস্তত: ব্যস্ত ছিলে মৃদু পায়চারীতে
আমার হৃদয় প্রাচীরের চারিপাশে।


ইঙ্গিতে ইঙ্গিতে চেয়েছিলাম দেখাতে
গন্তব্যের সোজাসুজি স্বল্পদীর্ঘ পথখানি
কিন্তু দেখলে কোথায়।


হয়তো আচ্ছন্ন ছিলে মিথ্যার বেড়াজালে
নতুবা বুঁদ ছিল অহংকারের গভীর নেশায়
না সেদিন, ছিল না কোনোও প্ররোচনা
না ছিল কোনও অসৎ অভিপ্রায়
সোজা সোজা পথই তো দেখিয়েছিলাম,
কিন্তু দেখলে কোথায়।


হৃদয়ের রাস্তাটি ছিল অতি সংক্ষিপ্ত
আর তুমি ঘুরে এলে এক দীর্ঘ পথ।