***কবিতাটি ঈদ সংখ্যা 2017 তে প্রকাশিত হয়েছে। বাংলা ডট কমের সমস্ত কবি ও পাঠকগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভাল থাকুন ও আনন্দে ঈদ কাটান।


দিনের শেষে গোধূলি লগ্নে পাশের মসজিদের মিনার থেকে
সুমধুর কণ্ঠে আজানের প্রতি ধ্বনিতে আলাদা আবেশর ছোঁয়া
পচ্চিমের আকাশ সেজেছে কালচে লাভার নতুন অলংকারে
পাখিগুলোর করতানির সুরে লুকিয়ে কিছু গোপন খুশির সন্দেশ
ফুরফুরে মেজাজে সাঁঝের বাতাসে ঈদের আগমনের খুশবু ছড়িয়ে।


হঠাৎ জুম্মান চাচার চিমসে গালের ফোকলা দাঁতের ফাঁকে বিরাট হাসি
চেয়ে দেখি সাঁঝের আকাশে একফালি চাঁদের টুকরোর উদয়
নিয়ে এলো খুশির জোয়ার
সত্যি সত্যি এলো আবার মুবারক খুশির ঈদ
মিলেমিশে পড়বো সকলে কাল ঈদের নামাজ।


এলো আবার আমার ঈদ, তোমার ঈদ, আমদের সকলের ঈদ
লজিজ সিমুয়ের সাথে মিষ্টি ক্ষীরের সুগন্ধে চারিদিক ম ম ঈদ
কচিকাঁচাদের সাধের ঈদীর আবদারের ঈদ
অকাতরে খুশি বিলানোর ঈদ
পুরনো সব দুঃখ, কষ্ট নিমিশে
কোলাকুলির ছোয়ায় ভুলানোর  ঈদ
সমস্ত ভেদ-ভাব, লড়াই ঝগড়া ইত্যাদি ইত্যাদিকে
পলক ঝপকে মিটানোর ঈদ
নিরন্তর মানবতার প্রতীক হয়ে বাঁচার অবলম্বন ঈদ
ভালবাসা ও শান্তির সুখ-সাগরে বাঁচার পয়গাম ঈদ
সারা পৃথিবীতে জূড়ে সুখশান্তি, ঐক্যের বার্তা নিয়ে এলো ঈদ।


দেখো সাঁঝের আকাশে এক ফালি চাঁদের টুকরো
সত্যি সত্যি এলো আবার মুবারক খুশির ঈদ।