এমনই এক মাঘ মাসের দিনে
আমার হাতে তোমার হাত
হাজারো গল্পে দুটি চঞ্চল প্রাণ মগ্ন
পশ্চিম আকাশ তখণ রক্তবর্ণ।


তোমার আবার অন্ধকারে ভয়
সন্ধ্যা হলেই বাড়ি ফেরার তাড়া
আলোর বেগে ছুটে চলেছিলো সময়
সন্ধ্যা হতেই তোমার সেদিন বাড়ি ফেরা।


পথ চেয়েছিলাম আমি তোমার
তোমার চিহ্ন যতদূর যায়
তুমি দূরে গিয়ে পেছন ফিরে দেখেছিলে
সেদিনের পর থেকে দীর্ঘ অপেক্ষা!


এরপর কি আমাদের আর দেখা হয় নি?
তোমার দেখা হয়নি আমার সাথে।
আমার আবার প্রায়ই দেখা হয়
রাতের স্বপ্নে কিংবা আমার কল্পনাতে!