পৃথিবীতে যখন অন্ধকার নামে
পাখিরাও ডাকতে ভূলে যায়,
শিশুর কান্না হয়ে তোমার স্মৃতিরা
আমার মানসপটে বিরহ বাড়ায়।


যখন রাত্রির রাজপথে নেমে আসে
নিকষ কালো আধারের ঢেউ,
পথ হারা এই পথিকের ভরসা হয়ে
সেকালে পাশে থাকে না তো কেউ।


নিশির অন্ধকার যখন নামে তোমার শহরে
কুয়াশায় ল্যাম্পপোস্টের আলো আবছা হয়,
তোমার লাল কপোলে জমে অভিমানের মেঘ
সেই মেঘ ভেঙে নামা বর্ষণে আমার ভীষণ ভয়।