নির্জন আঁধার রাতে পৃথিবী যখন নিশ্চুপ
আমার খুব জানতে ইচ্ছে করে,
কেমন আছো তুমি?
আমায় কি তোমার এখনও মনে পড়ে?


পথের ধারের কালভার্টে, রেইন্ট্রি গাছে
মেঠোপথে কিংবা শান্ত নদীর জলে
আমার এ কাঙাল নি:স্ব হৃদয়
প্রেয়সী শুধু তোমায় খোঁজে চলে।


যখন আমার দুচোখ জুড়ে অন্ধকার
মাথার চুলেরা জট পাকিয়ে যাচ্ছে
তোমার ভাবনারা ভীড় করে এসে
আমার হৃদয় কুড়ে কুড়ে খাচ্ছে।


আমার জানতে ইচ্ছে করে,
এখনও সব আগের মতো আছে কি?
এখনও তোমার হাত মেহেদিরা রাঙায় কি?
এখনও তোমার চুলে সমুদ্র ঢেউ খেলে কি?
এখনও তোমার চোখে কৃষ্ণগহ্বর টানে কি?
এখনও তোমার ঠোঁটে গোলাপ ফুটে কি?
এখনও তোমার স্পর্শে মরুতে প্রান জাগে কি?
এখনও তুমি আমায় ভালোবাসো কি?