তোমায় ভালোবেসে ফুল দিলাম
আর তুমিই ফুল হয়ে ঝরে গেলে,
ভালোবেসে আকাশ বানালাম
তুমি চাঁদ হয়ে দূরে সরে গেলে।


তোমায় আমার আর মনে পড়ে না
মনে পড়ে সেই দুটি চৌম্বক নেত্র,
খুব বেদনায় নুয়ে থাকা এক জোড়া চোখ
আর কিছুই মনে নেই আমার।


তোমার চোখ জোড়ায় সে কি বৈচিত্র্য
এই এক জোড়া চোখে আমি সৃস্টি দেখেছি,
দেখেছি বর্ষার উত্তাল হাওর, দেখেছি ভাঙাগড়া
আর দেখেছি আমার সর্বনাশ!


তোমার কাজল কালো চোখে চেয়ে
কত রাত কেটে গেছে বুঝতেও পারি নি
শেষমেশ সকাল হতেই দেখি,
ঐ চোখজোড়া আমায় ছেড়ে গেছে
সাথে নিয়ে গেছে আমার রাতের ঘুম!