মাঘের শেষে ঝড়ে যাওয়া পাতাদের বিদায়বেলায়
কিংবা রোদ-কুয়াশার লুকোচুরি খেলায়
যদি তোমার অবচেতনে মনে পড়ে যায় আমায়
চিঠি দিও!


গোলাপের পাপড়িতে ভোরের শিশির জমলে
কিংবা অরূণে শীতের তীব্রতা কমলে
যদি একটি বার মনে পড়ে আমায়
চিঠি দিও!


ফাল্গুনে যখন প্রকৃতিতে নতুনের জয়গান
চারিদিকে বৈচিত্র আর নতুনত্বের আহবান
যদি ভুল করেও আমায় মনে পড়ে যায়
চিঠি দিও!


চৈত্রের ভীষণ রৌদ্রময় দুপুরে
কিংবা কিশোরীর উদাস নুপুরে
যদি উদাসীনতায় ডুবে মনে পড়ে যায় আমায়
চিঠি দিও!