আজ সন্ধ্যায় আকাশ দেখার শখ জাগলো
চিলেকোঠার ঘর থেকে বেরিয়ে ছাদে দাঁড়ালাম
শীতের সন্ধ্যায় কুয়াশার আড়ালে ছোট পাখি
তাদের ডানায় ভর করে আমি কল্পনায় হারালাম


আচ্ছা আমার দু:খেরা যদি পাখি হতো?
বিশাল এই আকাশে দিতাম উড়িয়ে
পাখিরা কি তোমার ঠিকানা জানতে পারতো?
নাকি ভুল গন্তব্যে উড়ে যেতো পথ হারিয়ে?


বা ধরো আমার সব স্মৃতিরা যদি,
দোকানের সেই গোলাপ হয়ে যেতো?
অবহেলা অযতনে শুকিয়ে গিয়েও
তোমার বইয়ের ভাঁজে স্থান পেতো!


শুধুই কল্পনাতেই!!
সত্যি বলতে,
পাখিদের তুমি তাড়িয়ে দিয়েছো
ফুলগুলোও তুমি ফেলে দিয়েছো
আর আমায় তুমি মুছে দিয়েছো!