মানুষ হইয়া জনম লইয়্যা
মাঝেমইধ্যে আমার খুউউব দু:খ লাগে!
তার চাইতে যদি তোমার ছাদের মেহেদী গাছটা হইতাম
বড় যতনে পাতা তুইলা শীল পাটায় বাইট্টা ফালাইতা
তবুও আমার কোনো দু:খ থাকতো না
অন্তত তোমার চুলের-হাতের ছোঁয়াডা তো পাইতাম।


বা ধরো যদি হলুদ রং এর জংলি ফুল হইয়া ফুটতাম
তাইলে কিন্তু আমি তোমার যাওয়া আসার পথেই ফুটতাম
আমি জানি একদিন তোমার চোক্ষে পড়তামই
কত্ত যতনে তুইল্লা তোমার কানে গুঁইজা দিতা
একটু পরে জুতার তলায় পিইষা ফালাইতা ঠিকই
কিন্তু অন্তত তোমার ধারে তো যাইতে পারতাম।


ধুর ক্যান যে মানব জনম হইলো!!


আমি যদি একটা প্রজাপতি বা একটা ফড়িং হয়া যাইতাম
খুউব মজা হইতো তোমার আশেপাশে ঘুরঘুর করতাম
তোমার চাইতে সুন্দর ফুল আর পাইতাম কই কও?
তহন তুমি আমারে ধরার লাইগা আমার পিছে ঘুরতা
আমি ধরাই দিতাম না তহন তোমার হাতে
তাইলে তুমি আমার দু:খডা ঠিকই বুঝতা!!


আইচ্ছা তোমার চায়ের কাপ হওয়া সম্ভব হইতো কি?
ইশ কি যে ভালো হইতো চায়ের কাপ হইলে,
আমার সাথে আড্ডা জমাইতা প্রতিদিন
সকাল বিকাল নিয়ম কইরা সুখ দুখের আলাপ করতা
আইচ্ছা একদিন কি রাগ কইরা ভাইঙাও ফালাইতা?
যেমনে বারবার ভাঙছো এই মানুষ আমারে!