বিচিত্রতায় ভরা মানব মন,
কোনদিনও কি চিনতে পারি ?
সংশয়ের চক্রব্যুহে পড়ে বারবার প্রশ্ন করি -
কে তুমি ? কী তোমার পরিচয় ?
বিধাতার সৃষ্টি একটি নিকুত চেহারা ,
অথচ তাঁর যে কত অন্তর্নিহিত রূপ -
কখনও দেখিনি, কখনও বোঝিনি ।।
কখনো মনে হয় শীতের মধ্যে রজনীতে -
সবুজ তৃণরাজ্যে বিরাজ করা কোমল শিশির ,
কখনো বা মনে হয় লৌহপিণ্ডযোগী পাথর ।
কিন্তু এখানেই সংগটিত হয় এক নৈতিক মনোযুদ্ধ।
তাও আবার বিশ্বাস বনাম সংশয়ের
হ্যাঁ,এই বিশ্বাসই তো হচেছ মানব মনের এক মহত গুন !
যা সব সংশয়কে দূরে ঠেলে দিতে চায় ।
কিন্তু বিধির খেলায় আকসর এই গুণের পরাজয় ঘটে।
তবে আমি মনের এই বিশ্বাসে বিশ্বাসী ,
তাই তো চেষ্টা করি বিচিত্রতার ভেদ খুলতে ,
কিন্তু আমি কখনও পারিনি।।