আজ বালিশে মাথা ঠেকালাম ,
অথচ রাতের শেষাংশে এসেও ঘুম আসে না ।
যেন বার বার হাতছানি দিচ্ছে কোন কথা ,
আর স্বপ্নে সাজাচ্ছি সে কথার একটি চিত্র,।
এযেন এক আলদা পৃথিবী -
যেখানে উন্মুক্ত আকাশের নিচে শুধু আমি ,
অপেক্ষা করে আছি কোন আপনজনের ।
এখানে নেই চন্দ্র বা সূর্য,
তবুও উজ্জল আলোর হাতছানি ।
এখানে নেই কোন পাখির কলরব ,
কিন্তু কোন মধুর কন্ঠ যেন বাতাসে মিশে আছে ।
কত রকমের পুষ্পে সজ্জিত জায়গা ,
অথচ সুগন্ধি যেন একটাই ।
মণি মুক্তায় সজ্জিত শূন্য সিংহাসন ,
আর পাশে দাঁড়িয়ে আমি পাহাড়া দিচ্ছি ।
সে যে এই সিংহাসনের উত্তরাধিকারী ,
কিন্তু কোথায় সে ? কখন আসবে ?
আমি জানি না -
হটাত দেখালাম একটা উজ্জ্বল চেহারা -
আমার দিকে মুচকি হেসে এগিয়ে আসছে ,
তখনই একটা বিকট শব্দ কানে এল -
আর স্বপ্নলোক থেকে বেরিয়ে এসে দেখলাম ,
টেবিলের উপর অলর্ম ক্লকটা সজোরে কড়া নাড়ছে,।।