দিনের রঙিন আলোকে আজ করলি তুই এ পাপ
রঞ্জিত করলে এই পবিত্র  মাটি লাল রঙে,
তোর পাপী রঙ খেলায় আজ দিবাকর, মাটি কলঙ্কি ।


হাওয়ায় ভাসছে আজ অসহায় জনের আর্তনাদ
নিষ্পাপ একটি প্রাণ নিয়ে নিলি অস্ত্রাঘাতে,
তোর এই আঘাতে আজ বাতাস, অস্ত্র কলঙ্কি ।


এমন নারকিয় কাণ্ড দাড়িয়ে দেখল হাজারো মানুষ
কিন্তু কেউ তোকে আটকায়নি, মুখও খুলেনি,
আজ চোখ-খোলা অন্ধ আর সর্বাঙ্গি বিকলাঙ্গরা কলঙ্কি।


তোর জন্মে মৃত্যুর দ্বার পর্যন্ত ছুঁয়েছিল তোর জননী
নয়নের মনি ভেবে কোলে আঁকড়ে রেখেছিল তোকে,
তোর কারণে আজ সেই জননীকোল কলঙ্কি ।


তোর মাথার উপর আজ ধূরতদের লম্বা হাত
তুই আজ বেঁচে যাবি, কিন্তু ভুলবি না,
তোর বিচার বাকি, কেননা তোর জন্য সবাই কলঙ্কি ।


তোর অপরাধে একদিন তোকে দিতে হবে সাক্ষী
কারণ তুই জননী-জন্মভূমির কাছে দায়ী ,
সেদিন তুই মরবি- কারণ তুই সবচেয়ে বড়ো কলঙ্কি ।।