অচেনা লক্ষ্যে চলার পথে দেখা হয়
কত ব্যতিক্রমী পথিকের সাথে,
গন্তব্যে যাবার পথে কেহ সাথে থাকে
আবার কিছুটা চলেও কেহ যায় ফিরে ।


আমর পথ চলায় তুমিও এক ব্যতিক্রমী পথিক
যার সাথে আমি গন্তব্যের দিকে ছুটছি ,
তুমি কী থাকবে সেই অচেনা পথে আমার সাথি
না কি ছেড়ে দেবে একা মাঝপথে ?


রাতের আঁধারে যদি হারিয়ে ফেলি নিজের পথ
যদি বা ছুটে চলি কোন অপ্রত্যাশিত লক্ষ্যে ,
তুমি যেন চন্দ্ররূপ ধারণ কর
সেই মহাবিপদ থেকে আমায় রক্ষা করতে ।


আশার ছলনা পথিককে হামেশাই গ্রাস করে
তবুও আমি এর পেছনে ছুটছি ,
আমি পারব এগিয়ে যেতে এই বিশ্বাস রাখি
যদি সাথে থাক তুমি হে আমার চিরসাথি ।