হে করোনা
  তুমি  দুর্বার , তুমি অপ্রতিরোধ্য , কিন্তু  কেন ?
  বিশ্বভূমি  আজ  যমের হাট, তুমি জান  ?
  কীসের  বদলা, এ  কেমন  তোমার  প্রতিশোধ  ?
  বিজ্ঞান  নাকি  ধর্মতত্ত্ব , কী তোমার  প্রতিরোধ  ?
হে করোনা ,
  তুমি দয়াহীন, তুমি নির্মম , কেন জানি ,
  বিজ্ঞান আজ নিরুপায় , অসহায়  বিজ্ঞানী l
  তুমি দেখাবে  আর কত  ভয় , মৃত্যুখেলা ?
  বিশ্বব্যাপি  তোমার রাজত্ব, বসিয়েছো  লাশের  মেলা l
হে করোনা ,
  তুমি অরাজক , তুমি ধর্মবিরোধী, অন্ধ ,
  বিদ্যার  কি দোষ বলো, বিদ্যালয়  কেন বন্ধ ?
  মন্দিরে  তালা, মসজিদে  তালা , বন্ধ কাশী- কাবা,
  হাটবাজারও নিরাপদ নয় , সেথায়ও  তোমার থাবা l
হে করোনা ,
  তুমি পরাক্রমী  , তুমি বিশ্বজয়ী, যোদ্ধা ,
  তোমার চাবুকে ক্ষতবিক্ষত  কত শিশু-যুবক-বৃদ্ধা    l
  কর্মহীন দিনমজুর, ধনি-গরীব  একাকার ,
   অন্নজলের  অভাব , চারিদিকে শুধু  হাহাকার l
হে করোনা ,
   তুমি শিক্ষক , তুমি গুরু  , পন্ডিত  মহাজ্ঞানী ,
   তোমার শিক্ষায় শিক্ষিত, সৃষ্টির  শ্রেষ্ঠ  প্রাণী ,
   ফুটপাতে যাদের  ঠেলাঠেলি , তারা  গৃহবন্দী,
   ধর্মান্ধরা  আজ সাধু  যারা  করত নানা  ফন্দি l
হে করোনা ,
   কাঁদাতে চেয়েছিলে  , অনেক কাঁদিয়েছো ,
   এবার  হাসতে দাও  l
   হারাতে  চেয়েছিলে , অনেক হারিয়েছো  ,
   এবার জিততে  দাও l
   মারতে চেয়েছিলে , অনেক মেরেছো  ,
   এবার বাঁচতে দাও l
   কষ্ট করেছো , ক্লান্ত  হয়েছো  ,
   এবার বিশ্রাম নাও  l
   তুমি চলে যাও l
হে করোনা ,
   তুমি চলে যাও ,  তুমি চলে যাও ll


চরগোলা, ৮ই এপ্রিল ২০২০ ইংরেজি