যে সব দ্বীপেতে জন্মে,করে ঘৃর্ণিত জাতি,
সে সব জন্মতে জন্ম নির্ণয় নয় জানি।
যে সব করে ঘৃণা,দ্বীপ বাসী,
সে সব পুষিত কাল ফণী।
দ্বীপ-তে যার জন্ম,
বিদেশ ভ্রমনে,সে সব কুলঙ্গি।
স্তর ভেদে যে সবের তরে ব্যবধান,
সে সবে তবে জাতে বেইমান।
সর্ব তরে বলে যায়,
তুমি-ও দ্বীপ মাটির অনুদান।