শেষ হয়ে যায় যাক
বলছি যত থাক
হচ্ছে নাতো শেষ তবু ও
রাঁধায় গুরুপাক।

খাচ্ছি এবং খাচ্ছে আরো
চাখছে যারা চাখছে
ভাসছে দেশ তেলে তেলে
কিচ্ছু খেয়ে রাখছে?

শেষ হলে এই দিন
দেখি অনেক ঋণ
চিনবো কবে দেশপ্রেমিকের
এতো হাজার চিন?