নদী তার নাম ভুল
করে দিন গেলে
খুঁজে খুঁজে হয়রান
মাছ ধরা জেলে।

নদীদের নামে গ্রাম
হতেছে শহর
আরো এই জনপদে
আসছে বহর।

পাখি চায় ছুঁই জল
মাছও চায় জল
কানে কানে বাতাসের
শব্দ উচ্ছল।