তপ্ত রোদের ঝাঝটা পেয়ে
শুকিয়ে গলা জলকে চেয়ে
পাখির মত গাছের মতো
এই হাহাকার পাই কত?
কখন তুমুল বৃষ্টি হবে?
মেঘ বলেছে বৃষ্টি হবে!
সেই মেঘের আকাশ থেকে
মেঘ আমাকে যাবে ডেকে?