গল্প বলার মত
মুনীর আল মুসান্না
________________
হোকনা আবার এমন অনেক
গল্প বলার মত,
দিন যে কেটে রাত যাবে
মধুর হবে তত।

ভাবতে পারি নাইবা পারি
ভাল্লাগে এর রেশ,
বলতে গিয়েও কত কথা
হয় না যেন শেষ!