এসো গাঙচিল শালিকের এই দেশে,
মুগ্ধ হবে চেয়ে তুমি বড় ভালবেসে!
তেরশ নদীর দেশ কত শত নাও,
একবার যদি ফিরে নদীতে তাকাও।
পালতুলে সাম্পান চলে নানা বন্দরে
মন পড়ে থাকে দূরে, কেমন করে।