তোমার এমন ছন্ন ছেড়েছে দায়
সুযোগ পেলে কেন বেশি তড়পায়?
বুলেট বিধেছে কত যে মুখের বুলি
হিসাবের খাতাটা যদি রাখে তুলি?
অঙ্ক কষার পাবেনা সময় মোটে
সব দাম যদি খই হয়ে ফোটে?
এ আমার মত চুপ ছিল যারা খুব
হয়তো ভেবেছো এ বড় বিয়াকুব।
গর্জে ওঠার সময়ে শানাবে শান
পদ্মা মেঘনা তাড়াবেনা সন্তান।
শুধু উচ্ছন্নে যাবে শকুনের বাড়
পাবেনা এতটুকু দালালেরা ছাড়!

______
কক্সবাজার
বাংলাদেশ।
______