স্বপ্ন ভঙ্গের শোকে ডালপালা মেলে থাকো বোধ
কষ্টটা পুঁতে পায়ে কারে দেবে এতো প্রতিশোধ?
এতো জমা কান্নারা গিয়েছে সে বহুদূর ছাড়িয়ে
সেই কবে থেকে আমার উঠানে আছে দাঁড়িয়ে।
মুখোমুখি সন্ধ্যায় রোজ এই নিয়ে কথা হয় যত
বেহুলার ভাঙা বুক শোকে শোকে হয় অবনত।
এইসব শুনে তুমি এতটুকু পাও যদি শোক
কষ্টটা পুঁতেছি বলে শাস্তি শুধু আমারই হোক।

উপদ্রুত উপত্যকা শুনে রাখো এই শেষ বাণী
স্বপ্ন ভঙ্গের মোহ করেছে যে এতো অভিমানী।
প্রতিশোধ প্রতিদিন বয়ে আনে পুরাতন মায়া,
পালাবি কই পাগলি? সবখানে আমারই ছায়া!
ভালবেসে বেসে তোর ক্ষয়ে দেব সব ভালবাসা
প্রজাপতি মায়া মায়া ছড়াবে যে এতটুকু আশা।
আবার সময় পেলে দেখে যাবো এক নজরে
দৃষ্টি ফিরিয়ে নেবার কে তুমি পাশবিক ওরে?
ক্ষয়ে যাওয়া বুক তুমি ছোবেনা এ বড় জানা
শহরে নতুন করে পাতিয়েছ প্রেমের নিশানা।