বিকেলের পোড়া লাল রোদে
চন্দ্রনাথ পাহাড়ের সিঁড়িতে একাকী
যে মেঘ স্পর্শ দেয়,
শুনে শুনে বহু তালাসের শেষে
আমি তার নাম জেনেছি;
কতো গল্পের পর স্বপ্নে হারানো উথাল যৌবনের দিনে
লাজুক লতার মতন মুখ ঢেকে বলেছে যখন,
বিকেলের পোড়া লাল রোদে
কোদালে কুড়ুলে মেঘ আকাশে ছড়িয়ে গেলে;
মেঘমেঘ চারুকলা ঘিরে বসে ছবি আঁকে
সিরাসের যতো ছবি,
বাতাসে অন্য রঙতুলির আঁচড়ে
বৃষ্টিমগ্ন জমিনে একে জলতুলি
বাতাসের জলরঙে অন্য মেঘমেদুর ছড়িয়ে আহা
মেঘের এমন নাম!
প্রথম আমার বিশ্বাস হয়নি তবু
রংতুলির আঁচড়ে যতো
বাতাসে মেঘ আঁকা হয়,
সিঁড়িতে বসে আছি একা
বলবো সময় পেলে শেষে একদিন
প্রতিদিন মেঘ হয়ে যাও কেন তুমি?