সতিন সাথে আমার দিদার
সন্ত্রাসে কাটে দিন,
সন্দেহতে জীবন যেন
সম্রাজ্ঞীর অধীন।
সমস্যারই মূলে সতিন
সহ্য হয়না আর,
স্কন্ধেতে চড়াতে নারি
সতিন নামক ভার।
সতিন জ্বালা বড়ই জ্বালা
সম্বন্ধে নয় আস্থা,
সংকট যেন মাথার পরে
সন্ত্রাসের ব্যবস্থা।
সমাদরে ডাকে আমায় দাদু
"সমস্যাই আছি ওরে,
সদুপোদেশ দে দুই দিদাই
সমাধানের তরে"
সংহিত হয়ে দু সতিনে
সুবচন আনো মুখে,
সঙ্ঘবদ্ধ জীবন যাপনে
সংসার করো সুখে।