আমাদের দূরত্ব বেড়ে আজ সাত সমুদ্র তেরো নদীর পার।
ব্যস্ততায় বছরের ছুটি কাটানো- আসা, থাকা, আহার, বিহার।


মনে পড়ে- সেই খেয়ালী দিন, সমুদ্রের বুকে দেখা সানসেট।
বাতিল ট্রেন আজ খুঁজে নিয়েছে, ঘুমিয়ে থাকার কারশেড।


ক্লান্তি লেগেছে চোখে মুখে। মনের রেখাবে বর্ণময় অতীত।
কাহিনীর ভাঁজে জমা ধুলোয় আখোর কাটি- ফেরেনা সম্বিৎ।


আয়ুরেখা ধরে চলেছি হেঁটে। তোমার কোন সাড়া না পেয়ে।
অবুঝ পেন্সিলে আঁকা সময়ের পাতারা আজ এসেছে ফুরিয়ে।


একদিন সবই ছিল। তোমার ভালোবাসা ছিল পথ চলার সম্বল।
রকেট ছুটেছে আকাশের পথে, পড়ে আছে একটি ফাঁকা বোতল।


বিঃদ্রঃ - কিছু পরিচিত শব্দ ব্যবহার করেছি, আগে শুনে থাকবেন। আগাম মার্জনা কামনা করলাম।