প্রেমের সাথে প্রথম আলাপ বৃষ্টিভেজা রাতে,
শুকনো কবি ভিজেছিল এক অনাহূত বৃষ্টিতে।
অন্তর্জালে আলাপ সেরে কফিশপে আসা,
ক্যাপুচিনো আর মোকা দিয়ে শুরু হল ভালোবাসা।
হৃদয় দিয়ে রাঙিয়েছিলাম প্রেমের কাপের কফি,
আলতো ভাপে লিখেছি নাম, ক্যামেরাবন্দী সেলফি।
বৃষ্টিমাখা ট্রাফিকজ্যামে ব্যস্ত যখন শহর,
প্রেমের সাথে ভিজেছি আমি কফিশপের ভেতর।
প্রেম করেছে নানান খেলা মেঘ-বৃষ্টির ফ্রেমে,
মেঘ খুঁজতে হারিয়েগেছে, যখন বৃষ্টি গেছে থেমে।
আমিও তবে ছাড়িনি হাল, মেঘ আনব ডেকে,
প্রেমের ঠিকানায় পাঠাব বৃষ্টি, দূর মফঃস্বল থেকে।
সেদিন ঠিক আসবে ফিরে স্বপ্নে দেখা পরী,
কফির আচেঁ করব রচনা আষাঢ়েঅম্বরী।


(প্রকাশিত)