*******
মানব চরিত্রের অবয়ব আজ পুনরায় করল বিস্মিত,
নিদারুন মানবিকতার বহিঃপ্রকাশ করছে অবিরাম লজ্জিত...
শিশু থেকে বৃদ্ধ সবাই করেছে আজ অমানবিকতা রপ্ত,
এ যেন এক বিশেষ গুন যা জন্ম থেকেই অন্তরে সুপ্ত...


তারা যদি দেখে তুমি উপবেষ্টিত,  বলবে দেখাও পদবিক্ষেপ,
তুমি যখন পরিক্রমনে ব্যস্ত, করবে অধ্যাসিত দেখার আক্ষেপ...
তারাই নিদ্রামগ্নকে প্রশ্ন করে কেন তুমি ঘুমন্ত?
আবার সজাগ কান্ডারীর কাছে জানতে চায় কেন জাগছ অনন্ত?


এই দ্বিচারিতার বীজ আজ মানুষের সকল চিন্তাধারা করেছে গ্রাস,
প্রবঞ্চনা হয়ে উঠেছে প্র্তিদিবসের মূল্যবান অভ্যাস...
চরিত্র বদলের উপহাস সহন করে আজ আমি শ্রান্ত,
আজ উধর্তিত হলে কাল হয়্ত জানতে চাইবে কেন আমি এখনও জীবন্ত?