স্বপ্ন তুমি এসেছিলে এক গভীর নির্জন রাতে,
মুগ্ধ আমায় করেছিলে তোমার স্নিগ্ধতাতে...
স্বপ্ন তুমি মনে এনেছিলে এক নতুন শিহরোন,
মন প্রান দিয়ে জীবন খুঁজেছিল বাঁচার আরহোন...
স্বপ্ন তুমি বদলেছিলে আমার সরল চলার পথ,
রৌদ্র-ঘন কংক্রিট শহরে তাই হয়েছিলাম বেপথ...
স্বপ্ন তুমি দেখিয়েছিলে আলো সরিয়ে সব অন্ধকার,
মুক্তির স্বাদ পেয়েছিলাম পেরিয়ে কত রুদ্ধদ্বার...
স্বপ্ন তুমি দিয়েছিলে আমায় নতুন বাঁচার আশা,
সরিয়ে কত মেঘের রাশি আর কত ঘন কুয়াশা...
স্বপ্ন তুমি নিলে বিদায় যখন উঠল প্রভাতের রবি,
রইল পরে ব্যপ্ত স্মৃতির স্বল্প প্রতিচ্ছবি...
স্বপ্ন তুমি হারিয়ে গেলে শেষ হল য্খন রাত্রীদিবস,
স্বপ্ন তোমার প্রেমে এই প্রান আজও রয়ে গেছে বিবশ...