১.
তোমার আমার প্রেমের কথা
ফাঁস করে দিই এবার এসো
জানুক সবাই আমরা আদি
আদম হাওয়া আমরা শেষও

২.
হাতে যে পানপাত্র তোমার
ধরবো কখন প্রাণের সাকি
তোমার চোখের দিকে চেয়েই
এমন নেশা, কোথায় রাখি

৩.
নিরাকারের শূন্যটিকে
সেজদা কেন করবো বলো
দাও দেখা দাও লুটিয়ে পড়ি
তোমার পায়ে, পর্দা খোলো

৪.
মনের মাঝে মূর্তি হাজার
করছি পুজো, করছি সেরেক
দাও বলে দাও কেমন করে
ভাঙবো ওদের, তুলবো পেরেক

৫.
জায়নামাজে ঘুমাই আমি
জায়নামাজটি গায়ে জড়াই
সালাতটি মোর দিলকাবাতেই
দাঁড়িয়ে থাকুক,আমি যে চাই