কুমড়োলতা;
জীর্ণ শীর্ণ হয়ে নুয়ে পড়েছ হায়
কি এমন হারিয়েছ? হেথায় রয়েছ তুমি এই করুণ দশায়!


১৯৭১সাল। যুদ্ধ চলছে
স্বাধীনতার যুদ্ধ, দেশকে স্বাধীন করার যুদ্ধ
দু:খিনী মা দাড়িয়ে দরজায়
ছেলে যুদ্ধে গেছে, আসবে ফিরে
রয়েছেন তারই অপেক্ষায়। (প্রথমাংশ)



কুমড়োলতা ;
এখনো জিইয়ে আছো তুমি?
এখনো মরণি?
জবাব তাহার একটাই
যে দেশটা চেয়েছিলাম
তা আজও পাইনি! (শেষাংশ)