ডাস্টবিন!
তাহায় পড়িয়া কত শত এঁটো খাবার,
পিজ্জা, বিরিয়ানি, রুটি
বড়লোকি বার্গার!


দুটি শিশু!
ডাস্টবিনটার উচ্চতায় অনেক খাটো তাহারা,
খাবার যোগাড়ে হয়তো প্রতিযোগী
পড়নের কাপড় ই কয় ছন্নছাড়া!


আচমকা! একজনে কহিলো
"তুই মোর কান্ধে উঠে পড়,
লইতে পারবি অন্ন সকল
যা পাস তাই ধর।"


কথারে তাহারা কাজ বানাইয়া
কিছু অন্ন, যা পাইছে নাগাল; হ্যা অন্ন
লইলো ব্যাগে পুড়াইয়া😭


হাসিতে মুড়ানো মুখখানাদ্বয়
হাসিতেছে গগনে ঐ বিধাতাও,
কি হে বিধি? তোমার ই তো খেল
জগতের কাউরে নিতান্তই গরীব করে বানাও!


একের ভুঁড়িতে জায়গা নাহি ধরে
আরেকে পায়না,
একে অপচয় করিয়া এঁটো করে খাবার
আরেকের ক্ষুধার জ্বালা যে সয় না।


খোদা, তোমারে কি দুষিবো কহো
জগতের নিয়মটাই যে এমন,
ধনী ব্যস্ত সম্পদ বানাতেই;
খবরও লয়না
গরীব প্রতিবেশিটা আছে কেমন!


টাকার বিছানায় ঘুম আমার
অন্ন না পেয়ে কে বাঁচিলো কে মরিলো
মোর কিবা আসে যায়;
ওরা গরীব, ওরা দরিদ্র
ছ্যাঃ ছ্যাঃ!
ওরা মরুক অনাহারে, অনিদ্রায়।


গরিবে কহিলো,
কতদিন পেট পুরে খাইনা ;
দিবেন কি দুমুঠো ভাত?
আমি বড়লোক কহিলাম,
যা, যা! দূরে সর
ইজ্জত যাইবে মোর তুই ছুঁলে
তুই গরীব, বড়ই নিচু জাত।


একটা অন্ন দানা সৃজন করিতে যদি
ওহে খোদা, ফেরেশতা লাগে সত্তর জন;
কেন বিত্তশালীরে এত অন্ন দিলা অপচয় করতে?
ওদিকে মিসকিন, গরীবেতো পায়না খেতে
হাভাতে তাহারা,
ধনীরে করিলেনা মনুষ্য সুজন!


কত বাপ মা আদরের দুলাল দুলালীরে
খাবার নাহি খাওয়াতে পারে,
রুচি নেইতো তাদের, খায়না ওরা;
আর কত মা-বাপ
সন্তানের খাবার যোগাড় নাহি করিতে পারে
রুচি আছে, তবুও উপোস থাকে তারা।


বিবেক মরিয়াছে বিধি
লজ্জায় মরে যাই;
দরিদ্র প্রতিবেশিটার খবরও রাখিনা
অন্ন অঢেল নষ্ট করিয়া বেড়াই,
কেবল বিভব ই বাড়িয়ে যাই।


জাগিবেনা মোর এই মৃতপ্রায় বিবেক আর
ফটোগ্রাফে থাকিবে শিশুদ্বয়ের কাণ্ড খানা,
এ জীবনের দাম নাহি দিবো
বৃথাই ষোলো আনা।