আজিকের আমি হয়তো আমি নই
কোন এক খোলস ছাড়া হাওয়া,
হারিয়ে খুঁজছি অমানিশায় আলো
নব রণে যাবে কি মোরে পাওয়া?


নিজেই আজিকে দ্বিধার ধাঁধায়
খুলিছেনা এহেন জট,
ধূলোয় ধূসরিত অচেনা আমি
মঞ্চে সাজিয়াছি ঢঙের নট!


হাত বাড়িয়ে পাই নাকো কিছু
জগতের সবই ঠেলিছে দূরে,
পারবো কি মুছিতে নিজের
শত ভুল-পংকিল,অন্যায়েরে?


রিপু মোরে ঢাকিয়া দিয়াছে চারিপাশে
চাইগো মুক্তি তাহা হতে বারংবার,
সীমালঙ্ঘনকারী আমি, তাই তপস্যা
মুছে যাক সকল যামীমা আমার।