কলিকাল চলিছে বুঝি
শিশু নাহি তার বাঁচে সম্ভ্রম,
মানুষ হইতেছে অমানুষ হেথায়
জগতের ই জম।


নারী ছিলো, মা কহিতাম
ধরাও ছিলো বেশ,
আমি নর পৈশাচ আজ
নৈতিকতা ই যে সব শেষ।


শকুন হয়ে নারীদেহ খুঁজি
মিটে যদি কামনার স্বাদ;
আমি হিসেব কষিয়া নাহি চলি
শিশু, যুবতী, মহিলা সবই চলিবে
আমার অংক থেকে মা জাতটাই বাদ।


ওহে নারী, এ ধরা নাহি দিবে
তব কোন আশ্রয় আশ্রম,
আবার কহিছি আমি পশু নর
হারাইবে আমার হাতেই তব সম্ভ্রম।


তোমার রোদন হইবে অরণ্যে
কাক পক্ষীও নাহি দেখিবে;
আমি নর সাধু হইয়াই বাঁচিবো
তুমি শত অপবাদ লইয়াই
জগতে বাঁচিবে।