তা আর হইবোনা
ঐ ফকিন্নির ছইলের লগে
আমার বেটি ছইলের বিয়ে!


অনেক কষ্ট গরি তোরে বড় করছি বাপ
কিয়ের লাই তুই ঐ জমিদারের বেটির দিক নজর দিলু?
তুই সব ভুইল্লা যা বাপ!


এবা কেন করি কলু মা?
আমি কেমন তরা সেতিক ভুলবার পামু?
জমিদারের বেটি তো আমার মনে গাঁইথে আছে!


বাজান! তুই আরে সেলিমক ভুলবার না কইস;
আমি তারে অনেক ভাল পাই!
সেতের লগে সংসার গড়িত চাই!


তুরে আই ত্যাজ্য গড়মু!
তোর লাই চৌধুরীর ব্যাটা ছইলক ঠিক গড়ছি,
সামনের সাপ্তাহেই বিয়া দিয়ার লাই!


মা!  তুই আর হই জমিদারক বুঝাই ক!
আর লগে হেতের বেটি ছইলকে বিয়া দিতো।
না হয় কইলাম! আরে ফাঁসির দড়িত ঝুলবার দেখবু!


এ কি কি কলু বাপ!
তুই আর নাড়িছেঁড়া ছইল!
এবা কয়না বাপ।
আমি যাই জমিদাড়ক হাত-পা ধরুম!
তাও যদি রাজি হয়!


--সংক্ষেপিত--