রই তাকিয়ে ওই চেহারায়
মিষ্টি মাখা মুখে,
যতই দেখি ততই যেন
যাই ডুবে যাই সুখে।

কারণ খুঁজে পাই না গো হায়
এক হাতে কেন্ ঢাকা,
বুকের ভেতর কেমন করে
শূণ্য শূণ্য ফাঁকা।

ওমন করে কেন্ রেখেছো
ওই চেহারা ঢেকে,
ইচ্ছে করে দেখি তোমায়
রাখি ছবি এঁকে।

ওই চেহারার মায়ায় পরে
হলাম পাগল পারা,
তোমার কথা ভাবলে মনে
জাগে প্রেমের সাড়া।

হাতটা সরাও দাও না দেখা
মন টা ভরে দেখি,
তোমায় নিয়ে প্রেম কবিতা
ইচ্ছে মতন লেখি।

                 _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+/৪+২

রচনাঃ- ৫ / ৪ / ২০২১ ইং, সোমবার,