কত সুন্দর হবে সেইদিন -
যেদিন আমার অতি নগন্য একটি আমলে খুশি হয়ে আপনি বলবেন -
হে আমার প্রিয় বান্দা!
আজ আমি তোমার উপর সন্তুষ্ট!
তোমার উপর আমি খুশি!
তুমি নির্ভীক মনে -
প্রশান্ত অন্তরে -
আমার অপূর্ব নেয়ামতরাজিতে ভরপুর এই জান্নাতুল ফিরদৌসে প্রবেশ করো!  
সেদিন আমার প্রতি আপনার খুশি ও সন্তুষ্টির কুদরতি হাসির নূরের ঝলকে উদ্ভাসিত হবে সমগ্র হাশরের ময়দান,
অবাক তাকিয়ে দেখবে গোটা হাশরবাসী!


কত ভয়াবহ হবে সেইদিন -
যেদিন অতি ক্ষুদ্র একটি কর্মে আপনি আমার উপর  ভয়ংকর ক্রোধান্বিত হয়ে -
রে পাপিষ্ঠ নরাধম!
অবাধ্য আত্মা!
আমার যন্ত্রণাদায়ক জাহান্নামের মর্মন্তুদ শাস্তির তুই ই অধিক উপযুক্ত!  
প্রবেশ কর্ এই নরকাগ্নিতে আর ভোগ করতে থাক্ চরম যন্ত্রণার এই আযাব!
- বলে আকাশ বাতাস প্রকম্পিত করে ঘোষণা করবেন আমার জাহান্নামের ফায়সালা!


হে আমার রব! আমার আল্লাহ্!
আমার সূক্ষ্মাতিসূক্ষ্ম উৎকৃষ্ট আমল ও ক্ষুদ্রাতিক্ষুদ্র নিকৃষ্ট আমলের হে সুনিপুণ সর্বজ্ঞাত ও সর্বজ্ঞানী রাজাধিরাজ মহান প্রভু!


সেদিন কোনো আমলের নয়; নয় কোনো যোগ্যতার;
সেদিন কেবলই তোমার রহমের, তোমার করমের ভিখারী আমি -
সেদিন তোমার রহমতের অবাধ প্রস্রবণ ধারার সিঞ্চনে ধন্য হতে -
আমি শতবার! সহস্রবার! কোটিবার শুধু নয় -
অগণন, অগণিত অসংখ্য অসংখ্যবার -
আমি মুখাপেক্ষী, মুখাপেক্ষী, মুখাপেক্ষী!


                ______♦️______


রচনাঃ- ২১ / ৭ / ২০২৩ ইং, শুক্রবার।
মেরুল বাড্ডা ঢাকা।