মায়ের মতো এই জগতে
অন্য কেহ নাই,
মা যে বড়ো অমূল্য ধন
শোনো বলে যাই।


মায়ের পদ তলে জান্নাত
জেনে নিও ভাই,
মায়ের খেদমত করে জান্নাত
অর্জন করা চাই।


মায়ের কথা নবী বলেন
হাদীসে তিন বার,
তাঁহার মতো আপন জনা
নাই রে কেহ আর।


পিতার হকের উপরে হক
মায়ের জেনো তিন,
এই দুনিয়ায় কেমন করে
শোধবে মায়ের ঋণ!


মা যে হলেন এই জগতে
খোদার সেরা দান,
মায়ের দোয়ায় লুকিয়ে আছে
দুই জগতের মান।


তবু মোরা মায়েদের হায়
চিনতে করি ভুল,
মায়ের মতন হয় না কেহ
হয় না কোনো তুল।


                _____♦_____


স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+১


রচনাঃ- ২০ / ১০ / ২০২০ ইং
মঙ্গলবার, মেরুল বাড্ডা, ঢাকা।