তোমার আর আমার ভালোবাসার কথা মৌমাছি জেনে গেছে!
এই খবর তুমি যখন গোলাপের কাছ থেকে জানলে -  
তখন তুমি প্রজাপতির মতো মিটিমিটি হাসছিলে!


তোমার সাথে আমিও -
মিটিমিটি মুচকি হেসে তোমার ঠোঁটে আলতো চুমু খেয়ে  বললাম -
প্রিয়তমা!
মৌমাছি আর প্রজাপতি তো আমাদের এই ভালোবাসার খবর এখন ফুল থেকে ফুলান্তরে জানান দেবে!


চলো হারিয়ে যাই দু'জন বহুদূর!
যেখানে কেউ আমাদের ভালোবাসার কথা জানবে না!
না কোনো ফুল! না কোনো পাখি!
আমরা নিবিড়ভাবে ভালোবাসবো দু'জন দু'জনকে!


আমার চোখে চোখ রেখে তখন -
রহস্যময় হাসি দিয়ে তুমি গাঢ় স্বরে বললে -
আমাদের ভালোবাসার কথা ওরা যাক না রটিয়ে বাগানময়!


আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম তোমার মুখের দিকে,
কপাল বেয়ে আলগোছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু চুল তোমার নিঃশ্বাসের বাতাসে এদিক-ওদিক গড়াগড়ি খাচ্ছিল!  


তোমার হাস্যোজ্জ্বল মুখখানা লাগছিলো ঠিক পূর্ণিমাজ্জ্বোল চাঁদের মতন!!!


                  _____♦_____  


- রচনাঃ- ২ / ৩ / ২০২৪ ইং,
শনিবার, ১:৩০ am.
- মেরুল বাড্ডা, ঢাকা।