গতকালকে মা হয়েছেন
আজকে গেলেন মারা,
অবুঝ তাঁর ওই শিশু সন্তান
হলো রে মা হারা।


মা হওয়ার যে কী আনন্দ
ছিলো হৃদয় জুড়ে,
রবের ডাকে সাড়া দিয়ে
তিনি এখন দূরে।


নিজেই দিলেন সকলেরে
নিজের খুশির খবর,
আজকে তিনি নেই দুনিয়ায়
ওই যে তাঁহার কবর!


এই দুনিয়া কতদিনের
নেই তো কারও জানা,
দিন ফুরালে যেতেই হবে
যতোই করো না! না!


সকলেরই যেতে হবে
কেউ রবে না ভবে,
কে জানে ভাই কাহার মউত  
কবে কখন হবে।


তাই তো উচিত সবার তরেই
সদাই প্রস্তুত থাকা,
ঈমান আমল সঠিক রেখে
নিজকে সচ্ছ রাখা।


                _____♦️_____


রচনাঃ- ১৯ / ৩ / ২০২৪ ইং,  
৮ ই রমজান, ১৪৪৫ হিজরী
মঙ্গলবার দিবাগত রাত।
মধ্যবাড্ডা, ঢাকা।


কে তিনি জানি না, চিনি না,আজ ১৯/৩/২০২৪ ইং ফেসবুকের পোস্টে দেখলাম, ১৮ তারিখ তিনি একটি পুত্র সন্তান জন্ম দিয়ে মা হয়েছিলেন। খুশির খবর তিনি নিজে ফেসবুকে পোস্ট করে জানান দিলেন। এরপর সেদিনই অথবা পরদিন ১৯ তারিখ তিনি মৃত্যুবরণ করেন।
পোস্টটা দেখে কেমন যেন ভেতরটা কেঁপে উঠলো। নাড়া দিয়ে গেলো হৃদয়টা। বস্তুত সব মৃত্যুই আমাদের হৃদয়কে নাড়া দেয়! অতি সংগোপনে! তবু আমরা ঠিক হই না। সংশোধন হই না। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না!
মহান আল্লাহ্ পাক আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুন, আমাদের নিজেদের ঈমান আমল সঠিক করার তাওফীক দান করুন, যখন মৃত্যু দিবেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন।
আমীন ইয়া আরহামার রাহিমীন।