আমার বুকের মধ্যে প্রতি রাতে জোয়ার আসে!
এ কীসের জোয়ার?
আমার বুকের মধ্যে সব সময় কিসের যেন একটা ঢেউ খেলে যায়!
এ কীসের ঢেউ?


একটা বয়সে, একটা সময়ে -
একটা মানুষের জীবনে যৌবন আসে।
শরীর জুড়ে যৌবনের লক্ষণগুলো প্রকাশ পায়।
প্রায়শই তার বুকের ভেতর তখন যৌবনের ঢল নামে
তার শরীর জুড়ে যৌবনের উত্তাপ ছড়িয়ে পড়ে!
যৌবনের জোয়ার প্লাবিত হয় অঙ্গ থেকে অঙ্গান্তরে....


এ কি যৌবনের জোয়ার?
যৌবনের ঢেউ?


আমার বুকের মধ্যে সর্বদাই স্রোতস্বিনী নদীর মতো রিনরিন শব্দে কি যেন একটা বয়ে চলে!


কী তীব্র তার স্রোত!
চেনা চেনা মনে হলেও বড় অচেনা তার বয়ে চলার শব্দ!
কোথায় এর উৎস, আর কোথায় গিয়ে কার সাথে মিশেই বা একাকার হয় এই স্রোতস্বিনী স্রোত!


আমার বুকের মধ্যে এ কী বয়ে চলে বালিকা?
নদী? নাকি কবিতা?


                  _____♦_____


- রচনাঃ- ২ / ৩ / ২০২৪ ইং, শনিবার
- মেরুল বাড্ডা, ঢাকা।