হায়াত-মউতের মালিক মহান আল্লাহ্ পাক রাব্বুল আলামীন। জানি না ক'দিন বাঁচি।কল্পনায় বুড়ো বয়সটাকে নিজেই এঁকে নিলাম চোখের সামনে-  


বয়স ভারে ন্যুব্জ শরীর
আর চলে না দেহ,
আগের মতো নাই রে কিছুই
চায় না ফিরে কেহ।

জোয়ান কালে কত খেলা
করলাম কত কিছু,  
আজ ওগুলো সবই স্মৃতি
হাঁটে আমার পিছু।

যতই তারে ধরতে চাই রে
যায় রে সরে দূরে,
জোয়ান কালের মধুর স্মৃতি
মন আকাশে উড়ে।  

কি যে নিঁখুত নিয়ম দিয়ে
এই জীবনটা গড়া,
চোখের সামনে হাসে অতীত
যায় না তারে ধরা!

ধীরে ধীরেই হচ্ছি বুড়ো
হচ্ছে শরীর অচল,
মনে পড়ে জোয়ান বয়স
ছিলাম যখন সচল।

মন আকাশে ইচ্ছে মতন
উড়াই না আর ঘুড়ি,
লোকে হাসে বলে পাগল
হইছে বুড়া-বুড়ি।

ছেলে-মেয়ে এসে বলে
এসব এখন ছাড়ো,
এখন অনেক হইছে বয়স
এসব কতো আরও!

নিয়ম মাফিক জীবন এখন
রুটিনে সব বাঁধা,
ইচ্ছে করলেই হয় না রে সব
মানায় না আর সাধা।

চোখে চশমা মোটা ফ্রেমের
মুছি বারে বারে,
ওরে প্রিয় যৌবন আমার
ফিরে তুই আয় নারে।

এক পা এখন কবর দেশে
নিভৃতে আল্লাহ্ স্মরি,
জানে আমার মালিক প্রভু
কোন্ দিন হঠাৎ মরি।

                 _____♦_____

স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+২

রচনাঃ- ১ / ৬ / ২০২১ ইং
সকাল ৭ টা বেজে ৩০ মিনিট।
মেরুল বাড্ডা, ঢাকা।