আমরা করবো আমরা গড়বো
আমরা আমরাই সব,
তোমরা কারা তোমরা কারা
না উঠুক এই রব।

মিলেমিশে করবো কর্ম
আমরা সবাই ভাই,
রক্তে মাংসে গড়া মানুষ
নাই ভেদাভেদ নাই।

হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
মিলিয়ে চলি কাঁধ,
সম্প্রীতি এই নষ্ট করতে
কার জাগে রে সাধ?  

চিহ্নিত কর্! কর্ রে প্রকাশ
তাহার পরি'চয়,
ভালোর মুখোশ পরে আছে
আসলে ভালো নয়।

কাঁধ কাঁধেতে মিলিয়ে মোরা
চলবো হয়ে এক,
শান্তিপূর্ণ মানবো ধর্ম
আনবো ঘরে নেক।

              _______♦️_______

আনবো ঘরে নেকঃ- দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনবো, রক্ষা করবো।

রচনাঃ- ২১ / ৮ / ২০২৩ ইং, সোমবার।
মেরুল বাড্ডা, ঢাকা।