তোমার ভেজা চুলের গন্ধ আর আমার কবিতার ছন্দ
দুটো এক হয়ে গেলে হয় না মন্দ!
চুল সরিয়ে অপলক চাহনি, আটকে যায় মন,
কাজল কালো মায়াবী চোখ, বাড়িয়ে দেয় দহন।
দিবস কাটে বিবশ হয়ে, কি নিদারুণ চাহনি
চোখ পড়িলে চোখ ফিরে না, মায়াবী এক প্রেম খুনি।
তাকাই আমি আঁকাই চোখে, নিদারুণ এক রাজকন্যা,
ভাসি তাহার রূপের স্রোতে, এ যেন এক রূপবন্যা।
লেপ্টে যাওয়া কাজলের সাজে, অমায়িক তুমি অষ্টাদশী,
মর্ত্যে যেন নেমেছে এসেছে আমার তরে শশী।
তোমার নিয়ে লিখবো বলে, জেগেছি কত রাত,
তোমার নিয়ে ভাববো বলে, সময়ের সাথে বিবাদ।
শাড়িতে তুমি সুন্দর অর্ধাঙ্গিনী, সুন্দরী হে প্রিয়তমা,
আমার সকল অনুভূতি থাকুক, তোমার তরে জমা।