হয়তো বসন্ত এসে গেছে।
দখিনের জানালাটা খুলে দিও,
আমি ফুলের গন্ধের মতো অদৃশ্য হয়ে, তোমার ঘরে প্রবেশ করতে চাই।
তুমি তোমার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমার উপস্থিতি টের পাবে।
কিংবা কৃষ্ণচূড়া হয়ে তোমার জানালায় ধারে গাছটায় ফুটলাম।
কিংবা নিত্যদিনের গোলাপের মতো তোমার বারান্দার টবে গোলাপ হয়ে-ই ফুটলাম।
চৈত্রের প্রচন্ড দাবদাহে কষ্টগুলো যেন নিরেট দুঃখকুন্ডলিতে পরিনত হয়।
বারান্দায় টবে নুইয়ে পড়া গাছ থেকে শুরু করে খাঁচায় বন্দি ময়নাপাখি, চিলেকোঠার সাদা পায়রা কিংবা একুরিয়াম ভরতি মাছ। সবারই যত্ন নাও তুমি। শুধু যত্ন নাও না আমার মনের।


থেকে যায় মন তোমার যত্নের আড়ালে।