দিনটা ছিল চৌদ্দ তারিখ, চৌদ্দ ডিসেম্বর,
তখনও নগরে, আগুন মাছির ডরে, উঠতো কেঁপে ধর।


হারটা যখন নিশ্চিত তাদের, হারতে তাঁরা বাধ্য,
বাঙালিদের মেধাশূন্য করবে, জানার ছিল না সাধ্য।


যেমনে ভাবনা তেমনই কাজ, করতে বা কী-লাগে!
বলছি দাদা একাত্তরের কথা, বিজয় দিবসের আগে।


করবো বাঙালি মেধাশূন্য এবার, ভাবলো পাক হানাদাররা,
কে জানতো প্রাণ হারাবে মুনির, জহির, কায়সাররা।


লাশে ভরা রায়ের বাজার, হয়ে গেল গোরস্থান,
বিনম্র শ্রদ্ধা শহীদদের প্রতি, রইলো অনেক সম্মান।


তাদের নিয়ে লিখে যদি শেষ হয়ে যায় দিন,
তবু শেষ হবে না একাত্তরের, সেই শহীদদের ঋণ।


তাদের প্রতি শ্রদ্ধা রইলো, রইলো অনেক শোক,
বাঙালীদের স্মৃতিতে তাদের, অমর করা হোক।


---- শহীদ বুদ্ধিজীবী।
----- আজমাইন ফায়িক মুঈদ।