হঠাৎ যদি বর্ষা নামে শ্রাবণ মাসের শেষে,
আমিও না হয় ঠাঁই খুজবো তোমার কালো কেশে।


শ্যামলা বরণ কইন্যা, আমায় দেবে কি একটু ঠাঁই?
তোমার মতো একটা মানুষ আমার ভীষণ চাই।


একগুচ্ছ কদম নিয়ে দাঁড়াবো তোমার দাঁড়ে,
চমকে গিয়ে তাকাবে তুমি, চাহনি ছোবল মারে।


হয়তো তুমি দাঁড়িয়ে তখন কদম নেবে হাতে,
আমার কত ইচ্ছে জানো? ভিজবো তোমার সাথে!


হয়তো তোমার ইচ্ছে হবে, চাইবে দুটো কেয়া,
আমি না হয় করবো চেষ্টা, যায় কি না দেয়া।


পুব আকাশে দেখবে সেদিন জমানো কালো মেঘ,
আসলে তা মেঘ নয় রে, ওটাই আমার আবেগ।