আমারে যে ছাইড়া গেল
সে শুধু আমারেই ছাড়লো না
ছাড়লো একটা বিশ্বস্ততায় ভরা কাঁধ
যেখানে মাথা রেখে
কাটিয়ে দেয়া যেত অনন্তকাল।
আমারে যে ছাইড়া গেল
সে শুধু আমারেই ছাড়লো না
ছাড়লো মায়ের মতো
একজন যত্ন নেয়ার মানুষ;
সে শুধু আমারেই হারাইলো না
হারাইলো দুর্দিনে সঙ্গ দেওয়ার মানুষ।
ব্যার্থ হয়ে কপালে হাত পরে যাওয়ার দিনে
তারে তৃপ্তির আলিঙ্গন দেয়া মানুষটারে সে হারাইলো।
সে হারাইলো একটা অভিমান ভাঙ্গানো মানুষ
যার ছায়া পেলে সব শোক পরিনত হয় সুন্দরতম মুহুর্তে।
সে ছেড়ে গিয়ে প্রমাণ করেছে
দিনশেষে সবাই থাকতে জানে না,
আমি ভুলে গিয়ে প্রমাণ করব
সবাইরে মনে রাখা উচিত না।