শাসক প্রজা শোষণে যদি উঠে মাতি
সদা প্রজার উপর করে অত্যাচার
দেখায় সে ঘাতকের ন্যায় কদাচার
তা হলে আশ্রয় পাবে কার কাছে জাতি?


তবে ক্রমেই দেশের হবে অবনতি  
গণ অর্থ কেড়ে নিয়ে করে অনাচার
নির্যাতিত জনতার হবে যে বিচার
বিসর্জিত অশ্রু শত্রু হয়ে করে ক্ষতি।


শাসক ন্যায়বিরুদ্ধ কুকর্মের ফলে
ক্ষমতা,ঐশ্বর্য সবি যাবে যে হাঁরিয়ে
ধনী বেশি কষ্ট ভোগে সবে দৈন্য দলে।


দুর্যোগ আসবে সুখ যাবে দুঃখ দিয়ে
শোষিত হবেই দেশে কুশাসক হলে
শোষক হবে শাসক অপকীর্তি নিয়ে।